মীজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকা নয়া উদ্যোগে প্রকাশের সম্পাদক, দেশের অন্যতম সেরা লেখক ও সাংবাদিক মশিউল আলমের ফেসবুক বন্ধুদের প্রতি আহ্বান, “আমাকে ১৫ জন প্রকৃত লেখক (লেখা যাঁদের সৌখিন কর্ম নয়) দিন, আর ৫০০ জন প্রকৃত পাঠক (পড়া যাঁদের কাছে খাদ্যপানীয় গ্রহণের মতোই জরুরি) দিন,আমি ''মীজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকা'' প্রতি তিন মাস অন্তর আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেব। কথা দিচ্ছি।”
আমার ফেন্ডলিস্টে যে লেখকবৃন্দ আছেন, তারা ইতিপূর্বে মশিউল আলম’র লিস্টে অন্তর্ভুক্ত। তারা নিশ্চয়ই মশিউল আলম’র আহবান শুনতে পাছন। মশিউল আলম প্রথম আলো,র মতো আর্থিক নিশ্চয়তার চাকরি ছেড়েছেন লেখকের দায়ব্ধতা থেকে। মীজানুর রাহমানের ত্রৈমাসিক পত্রিকা শুধু বাংলাদেশের শিল্প-সাহিত্য অঙ্গনেই নয়,বৃহত্তর কলেবরের সৃজনশীল সাময়িকী হিসাবে বিশ্বের মধ্যে অন্যতম সেরা। আমাদের দেশের মানুষের তথ্য,বিনোদন ও সৃজনশীল শিল্পরুচি নির্মাণে এটি খুবই গুরুত্ববহ।
প্রিয় বন্ধুগণ, এ হলো মশিউল আলম এবং তার সহকর্মীদের (যাদের সম্পর্কে বিশেষ কিছু জানিনা,কে কে আছেন তাও জানি না) পাগলার্মীর ইতিহাস। শাসকগোষ্ঠীর চাপে আমাদের রাজনীতি,সংস্কৃতি,পারস্পরিক আস্থা- বিশ্বাস হারিয়ে যখন আমরা আতঙ্ক ভরা চোখে একটি অন্ধকার
ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি, এই সময়ে মীজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকা প্রকাশ কে আমরা বোধ-বুদ্ধি, চিন্তা ও চেতনা বিকাশের বৈপ্লবিক কর্মযজ্ঞ হিসেবে বিবেচনা করতে পারি। জয়তু মিজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকা!
No comments:
Post a Comment