Featured Post

Why not stop brutal attack on Boul!

Bauls are considered as a body theoretical religious music groups . Lalon the greatest boul of Bangla was not believ...

Tuesday, December 20, 2016

Bangla Dhun -Rabi Sankar and Ali Akbar Khan -( বাংলা ধুন;রবিসংকর -আলী আক...

১৯৭১ সনের ১ আগষ্ট মুক্তিুদ্ধের সময় পাকহানাদারদের নির্মম অত্যাচারে বিপন্ন বাঙালীদের সহায়তার জন্য বিখ্যাত বিটলস শিল্পি জজ হ্যারিসনের উদ্যোগে নিউইয়র্কের মেডিসন স্কোয়ারে হলো কনসার্ট ফর বাংলাদেশ। এর নেপথ্য নায়ক পন্ডিত রবিসংকর। তিনি ও আলী আকবর খাঁন আল্লারাখা খানকে নিয়ে বাজিয়েছেন শারদ-সেতারের যুগলবন্ধি। জজ হ্যরিসন, এবছর সাহিত্যে নোবেল পাওয়া বব ডিলানসহ বিটলস প্রুপের প্রায় সব শিল্পিই গান করেছেন কনসার্টে, শুধু জন লেলন ছাড়া। জন লেলন আসার কথা থাকলেও কি কারনে তিনি অপারাগতা জানিয়েছিলেন সেটা জানা যায়নি।এ কনসার্টে বাংলাদেশকে সহায়তা তহবিলে প্রত্যাশার চাইতে অনেক বেশি সহায়তা পাওয়া গিয়েছেল।আজ আমি কথা বলবো রবিসংকর ও আলী আকবর খাঁন’র শারদ-সেতারের যুগলবন্ধি নিয়ে। এ কম্পোজিশনটি তৈরী করেছেন রবিসংকর।কম্পেজিশনটির নাম ’বাংলা ধুন’।সংগীতে ’ধূন’ শব্দটির মানে হলো: গানের মূখ বা স্থায়ীটাকে বার বার গাওয়া।সেদিন তাঁরা যে ধুন বাজিয়েছেন সেটি বাংলার মানুষের হৃদয়ের বাজনা। কারন তিনি ও আলী আকবর খান দু’জই বাঙালী; তাঁরা ছাড়া বাংলার হৃদয়কে বিশ্বদরবারে তুলে ধরার দক্ষ কুশীলব আর কে আছে!ওস্তাদ আলী আকবর খানের কথাও একটু বলি: তিনি ওস্তাদ আলাউদ্দিন খা’র পুত্র।হিন্দুস্থানী ক্লাসিক্যাল সংগীতে তিনি সেরাদের সেরা।তার নামে ইন্ডিয়া ও আমেরিকায় মিউজিক কলেজ আছে।(আমাদের দেশের আলাউদ্দিন খান সংগীত বিদ্যালয় ধ্বংস হয়ে গেলেও সেগুলো সুনামের সাথে চলছে।হায় দুর্ভগ্য) আপনাদের এতো কথা বলার উদ্দেশ্য ’বাংলা ধূন’ কম্পোজিশনটি আপনাদের শুনাবো বলে। এর আগে আমি সেলাম জানাই কনসার্ট ফর বাংলাদেশের সাথে যারা জড়িত ছিলেন তাঁদের সকলকে এবং মার্কিন জনগণকে।আমেরিকা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধী থাকলেও মার্কিন জনগণ বরাবর আমাদের পক্ষে ছিলেন; এটা সচেতন ব্যক্তি মাত্রই জানেন।আর একটা কথা, জন লেলনের কনসার্টে না আসার অপারগতা আমার শিল্পীমন ক্ষমা করে দিয়েছে, যখন শুনলাম কনগাওয়ের বাংলাদেশী শরনার্থী শিবিরের দুদর্শর উপর লেখা এ্যালেন গিল্সবাগের ’যশোর রোড়’ কবিতাটি শুনে লেলন অঝর ধারার কেঁদেছেন।

No comments:

Post a Comment