Featured Post

Why not stop brutal attack on Boul!

Bauls are considered as a body theoretical religious music groups . Lalon the greatest boul of Bangla was not believ...

Thursday, October 6, 2016

Bangla Tunes Enternity ‘অনন্ত বাঙলা সুর’ সাইটটি সম্পর্কে দু’টো কথা বলা দরকার














প্রস্তাব এক: গান শোনার জিনিস, বোধ দিয়ে অনুভব করার বিষয়। বোদ্ধা শ্রোতা মাত্রই গানকে অনুধারনে আগ্রহী হন।সেটি মনে রেখেই এ সাইটের গানগুলো পোস্ট দেওয়া হয়।
প্রস্তাব দুই: এ সাইটে জীবনকে গভীরভাবে নাড়া দেয় এমন না হলে সচারচর বহুশ্রুতিত গান পোস্ট দেয়া হয় না। কোন গান নতুন অঙ্গীকার নিয়ে হাজির হবার উপযুক্ত মনে না হলে সে গান পোস্ট দেওয়া হয় না। গানের শিল্পমূল্য বিচারে আনকোরা কোন অখ্যাত গান হাজির করা হয়।নতুন গান সংগ্রহের ও গীত হয়ে শ্রোতার কাঝে পৌছানের দিকে গুরুত্ব বেশি দেওয়া হয়।
প্রস্তাব তিন: শ্রোতা মনকে খুব সহজেইে আকৃষ্ট করতে পারে গান। কোন একটি জনগোষ্ঠীর অগ্রগতির ধারাকে যেমন চিত্রিত করতে পারে তেমনি তার ঐতিহ্যের শেকড়ের কথা মনে করিয়ে দিতে পারে এটি এবং একটি প্রজন্ম তার প্রকৃত ঐতিহ্যের ভিতের উপর দাঁড়িয়ে আগামীর দিকে সঠিক দৃষ্টি দেবার একটি বোধ বিনির্মান করতে পারে।
পরিশিষ্টে বলবো গান যেহেতু একটি শিল্পমাধ্যম তাই গানের মধ্যদিয়ে উন্মুক্ত আত্মায় আনন্দধারা প্রকাশ  আমাদের অন্যতম লক্ষ্য।এ রকম নতুন নতুন গান পেতে চাইলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, আর পেতে থাকুন জীবনঘনিষ্ঠ নতুন গান, কবিতা ও ডমুমেন্টারি।
সাইটের লিন্ক : https://www.youtube.com/channel/UCVVGSUd9uw2XpnaM-G0vyNg

No comments:

Post a Comment