কাব্যগ্রন্থ নতুন মুদ্রায় তুমি সংশোধিত ও পরিমার্জিত ই সংস্করন
নতুন মুদ্রায় তুমি
মশিউর রহমান মিঠু
প্রকাশক: খন্দকার মনিরুল ইসলাম
ভাষাচিত্র
(টিমওয়ার্ক সহযোগী প্রকাশনা)
রুম ৭৬,তুতীয় তলা,আজিজ মার্কেট শাহবাগ,
ঢাকা ১০০০।
ফোন : ০২৮৬৫০৩২৯
প্রথম প্রকাশ:
এপ্রিল ২০০৮, বৈশাখ ১৪১৫
মুদ্রন:
টিমওয়ার্ক
পরিমার্জিত দ্বিতীয় ই- সংস্ককরন:
অক্টোবর ২০১২,আশ্বিন ১৪১৯
স্বত্ব:
শিউলী ও অয়ন
প্রচ্ছদ:
শিবু কুমার শীল
মূল্য:
৬০ টাকা
কবিতাসূচী ঃ
সাম্প্রতিক সুখের নির্যাতন ৫
নতুন মুদ্রায় তুমি ৫
শ্লোগান কিংবা রাজনীতিকের শিল্পকলা ৫
একজন প্রফেট ৫
তেজারতির নাও ৬
দেহজীবী অথবা আগুনবাজ ৬
একজন প্রান্তিক মানুষের আত্মজিজ্ঞাসা ৬
গরীবেরচর ৬
শহীদের স্বজনেরা ৭
হৃদয়ে মুদ্রার কালো ছাপ ৭
আরন্যক রাখাল ৭
একটি সাধারণ গল্প ৮
মাইজদী ৮
ঈশ্বর ও একটি জৈবসত্তা ৮
ভগ্নঅভিযাত্রী ৯
ডুবুরী ৯
সমুদ্র কিংবা বিমান বন্দরে ৯
তোমাকে আমি মুদ্রায় সাজাই ৯
হৃদয়ের চোখ ৯
আজন্ম অচেনা ১০
আহত স্বজন ১০
অরণতে একদিন ১০
নি:সঙ্গ মাঝি ১০
ঋতু বন্দনা ১০
মহাজাগতিক ১১
অনাগত সন্তানকে ১১
সিদ্ধার্থ ১১
মেঘ-সংগীত ১১
পাতা কুড়ানীর শিশু ১১
মঙ্গা ১২
যে মুদ্রায় ভালোবাসা হতেছে আলাদা ১২
সৃষ্টির আহ্বান ১২
(হরিপদ চৌরাশিয়ার বাঁশি শুনে শুনে)
নদীবাস্তবতার গাঁথা ১২
উন্নয়ন শ্রমিকের মনের কথা ১২
আমার সম্বল শুধু আকাশ প্রেমিকা আর মানুষকে ভালোবাসার কবিতার স্মৃতি ১৩
উৎসবে ১৩
কাব্যগ্রন্থ থেকে দু’টি কবিতা :
সাম্প্রতিক সুখের নির্যাতন
ইদানিং মানুষেরা হাটে চলে, ঘর -কন্যা
আসবাব -পত্র ,বাসন- কোসন, টিভি- ফ্রিজের সুখ নিয়ে।
ইদানিং মানুষেরা ফটপাতে স্টেশানে বস্তিতে
পড়ে থাকে বিগত রাজা-রাজড়াদের স্বপ্ন নিয়ে - সেই সুখ,
লটারিতে জিতে যাবে লাখ টাকা; গড়াগড়ি যাবে সোনার মোহর!
ইদানিং মানুষেরা পড়ে থাকে রমণীর নাভিমূলে সুখ খুঁজে -আহা!
অফিস পাড়ায় , শিল্পে , সচিবালয়ে
সুখ স্বপ্নে বিভোর হয়ে মানুষেরা মানূষের সুখ চুরি করে।
মানুষেরা ইদানিং মানুষকে ভালোবাসার নতুন এক পদ্ধতি উদ্ভাবন করেছে
মানুষেরা ভালোবাসাবাসি করে তুলাদন্ডে সুখ মেপে মেপে।
রাজপথে সুখ বেচাকিনি হয় খুব সস্তা দামে ।
ব্যাংকে-বীমায় সুখের মূল্যস্ফীতি স¤প্রতি দারুন দারুন বেড়েছে।
আমিতো মানুষ নই-সুখ বিলাসী কোনো সৌখিন শিকারি,
সেরকম হলে, জর্জরিত হয়ে যাবো মারাত্মক সুখের নির্যাতনে ।
নতুন মুদ্রায় তুমি
বাজিকর সাজিয়েছে চোখবাজি খেলার আসর
সুথের পায়রাগুলো নাচে কোন অচিন মুদ্রায়
ছায়াপথে আজ তারা ঝাঁক বেঁধে গড়ছে বাসর
তোমার মুদ্রাগুলো ভর করে আমার ভাবনায়
তোমার বাঁকানো কাঁখে কললি সে করে যদি ভর
ঠোঁটের কটাক্ষ বাঁকা দুই চোখে নিগূঢ় আহ্বান
অন্তরে ছোবল মেরে রুদ্ধ করে ভালিয়ালি গান
মনের ভেতর খুঁজি দিনমান একখানি ঘর।
সময় পালটিয়ে এ গায়ে আসে কলের মানুষ
বহুবর্ণ আলোক ঝলকে ছুটে উড়ন্ত ফানুস
মুখোশের আড়ালে লুকিয়ে নিজের প্রকৃত মুখ
দু’চোখ বন্ধক রাখা ধাঁধানো আলোয় কতটুকু সুখ!
সেই বহুরুপী বাজিকরের সাজানো মজমায়
অচেনা ভঙ্গিতে তুমি নাচো কোন নতুন মুদ্রায়।
No comments:
Post a Comment